Friday, November 9, 2018

এইমাত্র পাওয়া, শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনলেন ওবায়দুল কাদের November 9...


DBG অনলাইন রিপোর্টার: এইমাত্র পাওয়া, শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনলেন ওবায়দুল কাদের November 9, 2018, Bangla News today দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে দুইটি মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। নোয়াখালি ৫ আসনের জন্য ওবায়দুল কাদেরের ফরম কেনেন এনামুল হক শামিম ও মাহবুব উল আলম হানিফ।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে সকাল ১০টা থেকে আটটি বুথে একযোগে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র কেনার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন । বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 9, 2018. Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.


No comments:

Post a Comment