Wednesday, November 14, 2018
দেখুন, নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে November 14, 2018, Ba...
DBG অনলাইন রিপোর্টার: দেখুন, নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে November 14, 2018, Bangla News today. এইমাত্র পাওয়া, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের ছোড়া প্যালেট বুলেটে কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে সরকার এ ঘটনা ঘটিয়েছে।’বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপসহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শী একজনের ভাষ্য, হঠাৎ করে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। এরপরই বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 14, 2018. Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment