Tuesday, November 6, 2018

এইমাত্র পাওয়া, ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে, তিল ধারনের ঠাই নাই November 6...


DBG অনলাইন রিপোর্টার: এইমাত্র পাওয়া, ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে, তিল ধারনের ঠাই নাই Bangla News today সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে। বেলা দুইটায় এই সমাবেশ শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই সমাবেশে যোগ দিয়েছেন। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হচ্ছে।

সমাবেশে নবগঠিত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল সহ অন্য নেতারা উপস্থিত থাকবেন। বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 6, 2018. Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.


No comments:

Post a Comment