Monday, November 19, 2018
DBG News
DBG অনলাইন রিপোর্টার: নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ-চিন্তা বুঝতে চায় ভারত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিকল্পধারার চিন্তাভাবনা কেমন, তা বুঝতে চায় ভারত। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) সঙ্গে সাক্, ষাৎ শেষে এ কথা বলেন।
আজ সোমবার দুপুরে বি চৌধুরীর আমন্ত্রণে তাঁর বারিধারার বাসভবন যান ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি।।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 20,2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment