DBG অনলাইন রিপোর্টার: দেখুন, সংলাপ এবং লোভ দেখানো, ফাঁদে বিএনপি November 1, 2018, Bangla News today একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার গণভবনে সংলাপ অনুষ্ঠিত হবে। তার আগে আজ সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত গণ-অনশন করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। আজকের কর্মসূচিতে বিএনপির নেতারা বলেছেন, লোভ দেখানো ও ফাঁদে ফেলার সংলাপ আজ। আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, একদিকে সংলাপ, অপরদিকে গ্রেপ্তার এগুলো ভালো আলামত মনে হয় না। ফাঁদে ফেলবেন, ধোঁকা দেবেন? সেটা হবে না।আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 1, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
No comments:
Post a Comment