Thursday, November 22, 2018

DBG News



DBG অনলাইন রিপোর্টার: দেখুন, নির্বাচন নিয়ে হুমকি-ধমকিতে সন্দেহ বাড়বে, বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে কাদের bd News today আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তাঁরা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না? সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাষ্য, ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে। ।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 22,2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.


No comments:

Post a Comment