Thursday, November 15, 2018

দেখুন, আপনার মনের যাবতীয় নেক বাসনা পূর্ণ হবে এ আমল দ্বারা | সে কখনো অন্...


দেখুন, আপনার মনের যাবতীয় নেক বাসনা পূর্ণ হবে এ আমল দ্বারা | সে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না |

আল ওয়াহ্হাবু |

মানে দাতা যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এ নামটি 100 বার পাঠ করবে কিংবা লিখে অঙ্গে ধারণ করবে আল্লাহ তাআলা তার সকল নেক বাসনা পূর্ণ করে দিবেন এবং যে ব্যক্তি চাশত নামাজের আখিরি সিজদায় এর পবিত্র নাম ৪০ বার পাঠ করবে আল্লাহর ইচ্ছায় তার খুদা দরিদ্রতা ও সকল বালা মুসিবত দূর হয় তার সব নেক মাকসুদ আল্লাহ হাসিল করে দিবেন |


আর রাজ্জাকু |

মানে রিজিকদাতা যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজ বাসগৃহের পশ্চিম দিকের কোন হতে শুরু করে সকল কোনে কেবলামুখী হয়ে ১০০ বার করে এ পবিত্র নাম পাঠ করে তবে সে প্রচুর রিযিক লাভ করবে এবং কোন প্রকার দরিদ্রতা দুঃখ-দুর্দশা অশান্তি কোন বিবাদ তার ঘরে প্রবেশ করতে পারবে না |


আল্ বাসিতু |

মানে পাচারকারী যে ব্যক্তি চাশত নামাজের পর এ পবিত্র নামটি ১০ বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন এবং সে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না |

No comments:

Post a Comment