Friday, November 23, 2018
এইমাত্র পাওয়া, এই মুহূর্তে বিএনপির কাছে ঐক্যফ্রন্টের শরিক দলগুলো যা চায...
DBG অনলাইন রিপোর্টার: এইমাত্র পাওয়া, এই মুহূর্তে বিএনপির কাছে ঐক্যফ্রন্টের শরিক দলগুলো যা চায় Nov 23,2018, Bangla News today গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি মিলে দুইশ'র বেশি আসনে নির্বাচন করতে চায়। আসন ভাগাভাগি নিয়ে ২০ দলীয় জোটের শরিকরা কিছুটা নমনীয় হলেও, বিএনপির সঙ্গে দরকষাকষি চালিয়ে যাচ্ছে ঐক্যফ্রন্টের এসব শরিক দল। বিএনপি বলছে- কারো অযৌক্তিক দাবি মানা হবে না, যোগ্য প্রার্থী হলে ছাড় দেয়া হবে।
একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই ৩০০ আসনে প্রার্থী বাছাই করতে মাঠে নেমেছে বিএনপিসহ ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের শরিকরা।
আসন ভাগাভাগিতে জাতীয় ঐক্যফ্রন্টের তিন দল মিলে ২১৫টি আসন দাবি করেছে। ড. কামাল হোসেনের গণফোরাম চেয়েছে ১৬০টি, আ স ম আব্দুর রবের জেএসডি ২০টি আর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ৩৫টি আসন।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 23,2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment