Wednesday, November 7, 2018

দেখুন, রোডমার্চ হচ্ছে না, রাজশাহীতে সমাবেশ হবে গ্রেপ্তার না করার আশ্বাস ...


DBG অনলাইন রিপোর্টার: দেখুন,ঐক্যফ্রন্ট জানাল আন্দোলন চলবে,সংলাপে আমি সন্তুষ্ট নই, কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের কাল বৃহস্পতিবার রোডমার্চ করে রাজশাহী যাওয়ার কথা ছিল। কিন্তু সেই রোডমার্চ স্থগিত করা হয়েছে। তবে রাজশাহীতে সমাবেশ হবে।

বুধবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রোডমার্চ হচ্ছে না। তবে রাজশাহীর সমাবেশ তাঁরা করবেন।

এর আগে সকালে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হয়। বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 7, 2018 Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.


No comments:

Post a Comment