Sunday, November 4, 2018
এইমাত্র পাওয়া, আন্দোলনে নামার নির্দেশ বিএনপি হাইকমান্ডের,সর্বাত্মক প্রস...
DBG অনলাইন রিপোর্টার: এইমাত্র পাওয়া, আন্দোলনে নামার নির্দেশ বিএনপি হাইকমান্ডের,সর্বাত্মক প্রস্তুতির বার্তা সরকারের সাথে চলমান সংলাপে আস্থা রাখতে পারছে না বিএনপি। সেই সাথে নিরাশ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টও। গতকাল ঐক্যফ্রন্ট নেতারাও বলেছেন, সরকার সংলাপের নামে ভন্ডামী’ ও প্রতারণা’ করছে। আমরা এদের বিরুদ্ধে আন্দোলনে যাবো। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে অনুষ্ঠিত সংলাপ নিয়ে হতাশা ব্যক্ত করা হয়েছে। বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে তাদের নেতা-কর্মীদের আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য বার্তা দিয়েছেন।
বার্তায় বলা হয়েছে, ‘গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, পৌরসভাসহ সকল পর্যায়ে যার যার অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আন্দোলনের মাঠে আমাদের দেখা হবে। রাজপথ ছাড়া আমাদের কোন গত্যন্তর নেই। এই সরকার সংলাপের নামে কালক্ষেপণ করছে। আন্দোলন থেকে বিমুখ করার জন্য প্রহসন চালাচ্ছে। দাবি না মানলে সাত দফাকে সরকার পতনের এক দফায় রূপান্তরিত করতে হবে।
এখন যে সংলাপ চলছে সেটা হলো সরকারের কালক্ষেপণের একটা কৌশল। বিএনপি আর সংলাপ নিয়ে আশার আলো দেখছেন না। সংলাপে কোন সমাধান হবে না। আন্দোলন ও নির্বাচন দুটি বিষয়কে সামনে রেখেই অগ্রসর হবো আমরা। আমাদের হাইকমান্ড থেকে নির্দেশনা আছে আন্দোলনের। আন্দোলনেই সমাধান আসবে। তিনি আরো বলেন, সরকারি দল চাইলে আবার আমরা গণভবনে যাবো। কারণ সংলাপ ব্যর্থ হওয়ার দায় আমরা নিবো না। আন্দোলনে নামার পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আমাদের নেতাদের আলোচনা হয়েছে। তবে এবার আন্দোলন হবে শান্তিপূর্ণ। কারণ আমাদের সঙ্গে ড. কামাল হোসেন আছেন। শান্তিপূর্ণ আন্দোলনে তিনিই সামনে থেকে নেতৃত্ব দেবেন।বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 4, 2018. Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment