Wednesday, November 7, 2018

দেখুন,আল্লাহ্ তাআলার মেহেরবানীতে, অতি সহজে কিভাবে পুত্রসন্তান পাবেন |



অতি সহজে কিভাবে পুত্রসন্তান পাবেন তার আমল

আল্ আউয়্যালু
----------------------
মানে তিনি এ পবিত্র নামটি যদি ৪০ দিন পর্যন্ত এশার নামাজের পর এক
হাজার একশত বার পাঠ করে স্ত্রীর সহবাস করে, আল্লাহর মেহেরবানীতে এবং রহমতে অতিশীঘ্র পুত্র সন্তান লাভ হবে, তার সমস্ত বিপদ দূর হয়ে যাবে |

আল্ মুতাকাব্বিরু
---------------------------

মানে গৌরবান্বিত বাসর রাতে স্ত্রী সহবাসের পূর্বক্ষণে এনাম ১০ বার পাঠ করলে আল্লাহর রহমতে নেক পুত্র সন্তান লাভ হবে |

আল্ মুতাকাব্বিরু
--------------------------

মানে তিনি একমাত্র যাবতীয় আকৃতি এবং প্রকৃতির সৃষ্টি কর্তা কোন বন্ধ্যা মহিলা যদি এ নামটি প্রত্যহ এক হাজার একশত বার পাঠ করে স্বামীর সহবাস করে তবে আল্লাহর রহমতে অতিশীঘ্র সে গর্ভবতী হবে তথা অতি শীঘ্র সে গর্ভবতী তথা পুত্রবতী হবে এ নামের আরবি নকশাটি মেশক জাফরান দাড়া লিখে রুপোর মাদুলিতে ভরে কোন বন্ধ্যা নারী কোমরে ধারণ করে স্বামীর সহবাস করে তবে সে নারী পুণ্যবান পুত্র সন্তান লাভ করবে |


No comments:

Post a Comment