Tuesday, November 20, 2018
DBG News
DBG অনলাইন রিপোর্টার:দখল ও কারচুপি ঠেকাতে কেন্দ্র পাহারার নির্দেশ,গুলশানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গতকালও সাক্ষাৎকারে যুক্ত হন তারেক রহমান, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ চেষ্টার নির্দেশনা দলীয় কোন্দল থেকে নেতা-কর্মীদের দূরে থাকার নির্দেশ কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকানো গেলেই বিএনপির বিজয় নিশ্চিত বলে মনে করছেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। তাঁরা দলের মনোনয়নপ্রত্যাশীদের ভোটের দিন কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকানোর নির্দেশ দিয়েছেন। নেতা-কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। ।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 20,2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment