Tuesday, November 27, 2018

স্বাস্থ্যগত পরিবর্তন । বিয়ের পর ওজন বাড়ে ৭ কারণে । নারী-পুরুষ বাড়ে লাভ ও...


স্বাস্থ্যগত পরিবর্তন । বিয়ের পর ওজন বাড়ে ৭ কারণে । নারী-পুরুষ বাড়ে লাভ ওয়েট বা ভালোবাসার ওজন । বিয়ের পর প্রতিটি মানুষের স্বাস্থ্যগত কিছু পরিবর্তন দেখা দেয়। এ সময় নারী-পুরুষ উভয়েরই ওজন বাড়ে। আবার কখনও নারীর বাড়ে, কিন্তু পুরুষের ওজন ঠিকই থাকে। বিয়ে কিংবা সম্পর্কে জড়ালে ওজন কেন বাড়ে? যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি জরিপ চালিয়েছেন। জরিপের নমুনায়ন হিসেবে দুই হাজার মানুষকে বিভিন্ন প্রশ্ন করা হয়। ওই জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেয়া নারী-পুরুষের ৭৯ শতাংশেরই ১৬ কেজির মতো ওজন বেড়েছে সম্পর্ক শুরুর পর। বলা হচ্ছে- ‘লাভ ওয়েট’ বা ‘ভালোবাসার ওজন। সম্পর্কের প্রথম বছরেই এ ওজন বাড়তে দেখা যায় তাদের। জরিপে দেখা গেছে, নারীর চেয়ে পুরুষের ওজন বিয়ের পর বেশি বাড়ে। জরিপে অংশ নেয়া ৬৯ শতাংশ পুরুষের ও ৪৫ শতাংশ নারীর ওজন বেড়েছে।


No comments:

Post a Comment