Friday, November 2, 2018
রাজপথেই ৭ দফা দাবি আদায় হবে । আগামী ৬ই নভেম্বর বিএনপি সমাবেশ November 2...
DBG অনলাইন রিপোর্টার: দেখুন, ঐক্যফ্রন্ট জানাল আন্দোলন চলবে,সংলাপে আমি সন্তুষ্ট নই, Bangla News today, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপ শেষে ঐক্যফ্রন্ট জানাল আন্দোলন চলবে। সরকার অনমনীয় হলে রাজপথে থেকেই ৭ দফা দাবি আদায় করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
গতকালের সংলাপে সরকারের একগুঁয়ে আচরণকে গণতন্ত্রের জন্য অশনীসংকেত উল্লেখ করে তিনি বলেন, 'জাতীয় যুক্তফ্রন্টের সঙ্গে সরকারি দলের সংলাপে সরকারের একগুঁয়েমি মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের অশনীসংকেত। সরকারের যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আন্তরিকতা থাকে, যদি দেশকে বিভেদ ও বিভাজনের দিকে ঠেলে না দেন তাহলে আবার আমরা সংলাপে বসবো।এইমাত্র পাওয়া, বাংলা খবর - আজকের ঘটে যাওয়া রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today November 2, 2018. Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment