Saturday, October 20, 2018

দেখুন, কৌশলে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াত ।


DBG অনলাইন রিপোর্টার: দেখুন, কৌশলে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াত কৌশলে জামায়াতকে নিয়েই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বিএনপি। বিএনপি ও ঐক্য প্রক্রিয়ার নেতাদের দাবি, স্বাধীনতাবিরোধী জামায়াত জাতীয় ঐক্যফ্রন্টের অংশ নয়। আর ২০ দলীয় জোটের নেতারা বলছেন, ঐক্য প্রক্রিয়ায় এই জোটের প্রতিনিধিত্ব করছে বিএনপি। তাই ঐক্যফ্রন্টে জামায়াত নেই একথা বলার কোন সুযোগ নেই।

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তাদের শর্তই ছিলো স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাদ দিয়ে আন্দোলনের অভিন্ন মঞ্চ তৈরি করা। এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 20, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.

No comments:

Post a Comment