Monday, October 8, 2018

দেখুন, ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর । সরকারের ক্ষমতা সুরক্ষিত করতে এ আই...


DBG অনলাইন রিপোর্টার: দেখুন, ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর । সরকারের ক্ষমতা সুরক্ষিত করতে এ আইন মন্তব্য বিএনপির । ডিজিটাল নিরাপত্তা আইনে বলা হয়েছে, আইনটি কার্যকর হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে। তবে এই আইনটিতেই বিতর্কিত ৫৭ ধারার বিষয়গুলো চারটি ধারায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। এ ছাড়া পুলিশকে পরোয়ানা এবং কারও অনুমোদন ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।এদিকে সরকারের ক্ষমতা সুরক্ষিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 পাস করেছে বলে দাবি করেছে বিএনপি রাজধানীর একটি হোটেলে মতবিনিময়ে সভায় দাবি করেন নেতারা মুক্তিযুদ্ধের স্বপ্ন নস্যাৎ করতে এই কালো আইন করেছে সরকার । এদিকে সরকারের ক্ষমতা সুরক্ষিত করতেই ডিজিটাল নিরাপত্তা আইন । সরকারের একটি নির্বাচনী প্রকল্প আছে টার মধ্যে নির্বাচনে প্রকল্পের অংশ হিসেবে আইনটি করা হয়েছে এ প্রকল্পের মধ্যে আছে ই বি এম মন্তব্য করেছেন বিএনপির নেতারা ।DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 8, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.



No comments:

Post a Comment