Thursday, October 11, 2018
দেখুন, আসছে নির্বাচনে খালেদা-তারেকের বিকল্প জোবাইদা ।
DBG অনলাইন রিপোর্টার:দেখুন আসছে নির্বাচনে খালেদা-তারেকের বিকল্প জোবাইদা । গাবতলী, শাজাহানপুর বগুড়া-৭ আসনটি বিএনপির কাছে জিয়া পরিবারের আসন হিসেবেই পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে এখানে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নিলে খালেদা জিয়া কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন। তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে আইনি সমস্যা হলে বিকল্প প্রার্থী হিসেবে তারেকপত্নী জোবাইদা রহমানকে দেখতে চান বিএনপির নেতা-কর্মীরা। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এখানে অতীতে সুবিধা করে উঠতে পারেনি। তবে বিএনপির সাংগঠনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে আসনটি পেতে তৎপর ক্ষমতাসীনেরা। দলের মনোনয়ন পেতে মাঠে আছেন অন্তত হাফ ডজন নেতা।
শেষ পর্যন্ত ২০১৪ সালের নির্বাচনের মতো আসনটি শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে মনোনয়নপ্রত্যাশীদের।
জিয়া পরিবারের দিকে তাকিয়ে বিএনপির নেতা-কর্মীরা বলছেন, এই মুহূর্তে জিয়া পরিবারের বিকল্প অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখছেন না তাঁরা। খালেদা বা তারেকই এখানে প্রার্থী হবেন। তবে শেষ পর্যন্ত তা না হলে উত্তরসূরি হিসেবে জোবাইদা রহমানকে প্রার্থী চান তাঁরা রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 11, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment