DBG অনলাইন রিপোর্টার: রিজভী বলেন, নির্বাচনের আগে ২১ আগষ্টের রায় উদ্দেশ্য প্রণোদিত । বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, নির্বাচনের আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণই প্রমাণ করে এই রায় হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ০৫ অক্টোবর সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ রিজভী বলেন, যত ষড়যন্ত্রই চলুক না কেন দেশের জনগণ একতরফা নির্বাচন আর মেনে নেবে না। সেই দিন বেশি দূরে নয়। গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। আর গণতন্ত্র পুনরুদ্ধার হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিশ্বব্যাপী জাতিয়তাবাদী শক্তির ওপর অত্যাচার নেমে আসে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 5, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
No comments:
Post a Comment