Sunday, October 7, 2018

দেখুন, দুই দফায় খালেদা জিয়ার দেখা পেলেন না চিকিৎসকরা । সরকারের একদলীয় নি...


DBG অনলাইন রিপোর্টার: দুই দফায় খালেদা জিয়ার দেখা পেলেন না চিকিৎসকরা । সরকারের একদলীয় নির্বাচনের স্বপ্ন । খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড রবিবার সকাল থেকে দুই দফায় তাঁর কেবিনে গিয়েও দেখা পাননি। দুপুর ১টায় চিকিৎসকরা তাঁর কেবিনের দরজায় নক করলে, বিএনপি নেত্রী দরজা খোলেননি বলে জানিয়েছেন, বিএসএমএমইউ পরিচালক বিগ্রেডিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন। তিনি জানান, বেগম জিয়ার চিকিৎসার যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করা হয়েছে। এ সময় মান্না বলেন, এই সংসদ বাতিল করতে হবে। সবাই আমরা আলোচনা ছাড়ায় একমত হয়েছি আজ এই সময়ে ঐক্যের প্রয়োজন আছে। ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, 'আগামী নির্বাচনকে সামনে রেখে এই সরকার এগুলো করছে। সরকার জনগণের সম্মুখীন হতে চায় না। তারা এককভাবে নির্বাচন করতে চায়। তাদের এই স্বপ্ন এইবার বাস্তবায়ন হবে না। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 8, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.

No comments:

Post a Comment