Thursday, October 4, 2018

দেখুন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চাইছে কমনওয়েলথ মির্জা ফখরুলকে চিঠি ।


DBG অনলাইন রিপোর্টার: এইমাত্র পাওয়া, সকালের তাজা বাংলা সংবাদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে —এমনটাই চাইছে কমনওয়েলথ। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লেখা এক চিঠিতে সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এ কথা বলেছেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ কথা জানিয়েছে। ওই সূত্র জানায়, চিঠিতে প্যাট্রিসিয়া লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে উৎসাহিত করছি। তিনি বলেন, ‘কার্যকর গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 5, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.

No comments:

Post a Comment