Friday, October 12, 2018
দেখুন, জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্তে আবারও বিএনপিসহ বৈঠকে ৫ দল ।
DBG অনলাইন রিপোর্টার: দেখুন, জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্তে আবারও বিএনপিসহ বৈঠকে ৫ দল জাতীয় ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ, জোটের নামসহ দাবি-দাওয়া ঠিক করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি, যুক্তফ্রন্টের তিন দল এবং গণফোরামের নেতারা।
আজ শুক্রবার বিকেল সাড়ে উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসায় নেতারা বৈঠকে বসেন। বৃহস্পতিবার রাত ৯টায় এ বৈঠকটি হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।
আজকের বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সুলতান মনসুর, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
৭ ও ৮ অক্টোবর এই দলগুলোর নেতারা আ স ম রব ও খন্দকার মোশাররফের বাসায় দুটি বৈঠক করেন। যুক্তফ্রন্ট,গণফোরাম ও বিএনপির দফা ও দাবি থেকে সমন্বিতভাবে ৭টি দফা ও ১১টি লক্ষ্য ধরে সামনের কর্মসূচি ও ঐক্যের রূপরেখা ঠিক করা ও নির্বাচনী জোট হলে তার নাম ঠিক করতে নেতারা বৈঠক করছেন।রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today October 12, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment