DBG অনলাইন রিপোর্টার: সরাসরি, ডিপি কমিশনার প্রশ্ন ছাত্রলীগ হামলা বিচার হয় না কেন পুলিশ ভয় দেখাচ্ছে কেন পুলিশ ভয় দেখাচ্ছে কেন, কোটা সংস্কার আন্দোলন । মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছে । কেউ যদি চাপ সৃষ্টি করে সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে সেই ব্যবস্থা করা হয় পুলিশ হ্যামলেট ধারি লাঠি ধারি ধরলো না । তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার 4 দিনের রিমান্ডে নেওয়া পুলিশ ২২ ছাত্র ধরল কেন দোস্ত কি উত্তরে পুলিশ প্রধান আছাদুজ্জামান মিয়া । পুলিশ কেন লাঠিধারী হ্যামলেট ধারিদের কে এখনো ধরতে পারলো না । ডিপি কমিশনারের কাছে প্রশ্ন ছাত্রলীগ হামলা করে তাদের কোন বিচার হয় না কেন ।
যেমন হাতুড়ি দারি হ্যামলেট ধারি যারা ক্ষমতায় থাকেন তারা জনগণকে বোকা মনে করেন কিনা ।
রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন। DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today August 15, 2018 Bangladesh Latest Bangla Talk Show Today, News Update bd news all bangla.
No comments:
Post a Comment