DBG অনলাইন রিপোর্টার: দলের ভেতরেই ষড়যন্ত্র । খন্দকার মোশতাক কিভাবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হয়ে উঠল দক্ষিণপন্থী রাজনীতি খন্দকার মোশতাক করতেন খন্দকার মোশতাক কিভাবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হয়ে উঠল । ঘনিষ্ঠ হওয়ার আগে খন্দকার মোশতাক, উনি কিন্তু সব সময় আমলীগের ভেতরে একটা ডানপন্থী চক্র মেন্টেন করতেন । এটা অনেকের কাছে জানা ছিল, এর একটা গ্রুপ তারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ লোকজন তাদের পছন্দ করেন না । বঙ্গবন্ধুর বিশাল হৃদয় 1975 এর 15 আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য । ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তিনি বলেন 15 আগস্টের হত্যাকাণ্ডের খুনি মোশতাকের সঙ্গে জিয়াউর যে জড়িত ছিল তাতে কোন সন্দেহ নাই । আত্মস্বীকৃত খুনিরা নিজের মুখে শিকার করেছে। মোশতাকের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তারা বলেছিল জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং বিয়ে তাদের ইশারা দিয়েছে । রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন। DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today August 12,2018 Bangladesh Latest Bangla Talk Show Today, News Update bd news all bangla.
No comments:
Post a Comment