Saturday, August 25, 2018

বিএনপি সংলাপের নামে স্ট্যান্ডবাজি, ওবায়দুল কাদেরের সাক্ষাতকার ভিত্তিক স...


DBG অনলাইন রিপোর্টার: বিএনপি সংলাপের নামে স্ট্যান্ডবাজি, ওবায়দুল কাদেরের সাক্ষাতকার ভিত্তিক সরকার কি ভাবছে । বিএনপির সাথে সংলাপে বসবে না আওয়ামী লীগ, বিএনপি বলছে নির্বাচন চাইলে সংলাপে বসতে বাধ্য হবে আওয়ামী লীগ | যখন পরিস্থিতি উদ্ভব হবে, যখন সময় আসবে, তখন এই ধরনের কথা বলবেন না | সংলাপে আসতে হবে যদি তারা গ্রহণযোগ্য নির্বাচন চায়, কার সঙ্গে সংলাপ করবে এত ভয় কিসের বিএনপিতে | 75 ভাগ জনগোষ্ঠী বিএনপি'র পক্ষ, তাদেরকে বাদ দিয়ে ইলেকশন করা বোকামি ছাড়া আর কিছু নয় | প্রধানমন্ত্রী রোড ম্যাপ জানতে চান বিএনপি নেতারা | বিএনপি সংলাপের নামে স্ট্যান্ডবাজি করতে চান কাদের | রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন। DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today August 26,2018 Bangladesh Latest Bangla Talk Show Today, News Update bd Talk Show all bangla.

No comments:

Post a Comment