Friday, December 7, 2018
দেখুন, কি থাকছে দ্বিতীয় ড্রিমলাইনারে ।
DBG অনলাইন রিপোর্টার: দেখুন, কি থাকছে দ্বিতীয় ড্রিমলাইনার । ড্রিমলাইনারের ওজন ২৯টি হাতির সমান ড্রিমলাইনার ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম। উড়োজাহাজের শব্দ কমাতে ইঞ্জিনের সঙ্গে শেভরন প্রযুক্তি যুক্ত রয়েছে। বিমানটি নিয়ন্ত্রিত হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় বিমান ওজনে হালকা। ভূমি থেকে বিমানটির উচ্চতা ৫৬ ফুট। দুটি পাখার আয়তন ১৯৭ ফুট। এর মোট ওজন ১ লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম, যা ২৯টি হাতির সমান! এর ককপিট থেকে টেল (লেজ) পর্যন্ত ২৩ লাখ যন্ত্রাংশ রয়েছে। । DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today December 7, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment