Saturday, December 15, 2018
কোথাও কোথাও বিএনপি নিজেদের ওপর হামলা করছে । শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্ট...
DBG অনলাইন রিপোর্টার: কোথাও কোথাও বিএনপি নিজেদের ওপর হামলা করছে । শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টা ফখরুল Dec 16, 2018 bd news বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খানাখন্দে ভরা অসমতল মাঠে নির্বাচন করতে হচ্ছে। আমাদের ওপর সংঘাত-হামলা-মামলা হচ্ছে।একদিকে সরকার রাষ্ট্রযন্ত্র নিয়ে আক্রমণ করছে, অন্যদিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এখনো নির্বাচনের মাঠে রয়েছি। আজ শনিবার সকালে বগুড়ায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। কোথাও কোথাও বিএনপি নিজেদের ওপর হামলা করছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে নৌকা প্রতীকের গণজোয়ার ও ধানের শীষের গণভাটা দেখে ঐক্যফ্রন্ট নেতারা দিশেহারা ও বেসামাল হয়ে গেছেন। শক্তি কমলে বুকের বিট ও মুখের বিষ বাড়ে। তাই তাঁরা আবোলতাবোল বলতে শুরু করেছেন। তিনি বলেন, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কোথাও কোথাও বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করছে আর দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর। DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today December 16, 2018, Bangladesh Latest Bangla News Today, News Update bd news all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment