Saturday, September 1, 2018
সরকার ইভিএম দিয়ে নিজেকে রক্ষা করতে চায়, কিন্তু জনগণ সেই সুযোগ দিবে না ...
DBG অনলাইন রিপোর্টার: সরকার ইভিএম দিয়ে নিজেকে রক্ষা করতে চায়,কিন্তু জনগণ সেই সুযোগ দিবে না । এমন মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির 40 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনের সমাবেশে হুশিয়ার করে, বলেন । অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে । দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা পল্টনে আসতে শুরু করে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে । ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত বৃস্তিত হয় সমাবেশ । রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাদোলা, বিনোদন। DBG News নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাসে Today September 2, 2018 Bangladesh Latest Bangla Talk Show Today, News Update bd Talk Show all bangla.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment